
ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে ৫০০ মিলিয়ন ইউরো এবং মেটাকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। বুধবার ইউরোপীয় কমিশন আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানায়।
এই প্রথমবারের মতো ডিএমএ আইনের আওতায় কোনো প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনল ইইউ। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলোতে এই জরিমানার খবর শিরোনামে স্থান পেয়েছে।
কমিশনের একজন মুখপাত্র বলেন, “ইন্টারনেটভিত্তিক প্রতিযোগিতা বজায় রাখা এবং ইউরোপের ভোক্তাদের অধিকার রক্ষাই আমাদের মূল লক্ষ্য। অ্যাপল ও মেটা এই উদ্দেশ্যকে ব্যাহত করেছে।”
অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ, তারা তাদের অ্যাপ স্টোরে কঠোর নীতিমালা প্রয়োগ করে প্রতিযোগিতা বাধাগ্রস্ত করেছে। অন্যদিকে, মেটা ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন সাবস্ক্রিপশন মডেল চালু করে তথ্য সুরক্ষা ও ব্যবহারকারীর স্বাধীনতা লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ২০২২ সালে প্রণীত ডিজিটাল মার্কেটস অ্যাক্টে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য নির্দিষ্ট বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, যাতে তারা প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর সঙ্গে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক আচরণ করে। এই আইন লঙ্ঘনের দায়ে ব্রাসেলস এখন থেকে প্রতিষ্ঠানগুলোর বার্ষিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করতে পারবে।
জরিমানার প্রতিক্রিয়ায় ক্যালিফোর্নিয়াভিত্তিক অ্যাপল জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। অপরদিকে, মেটা দাবি করেছে, ইউরোপীয় কমিশনের এ সিদ্ধান্ত তাদের ব্যবসায়িক মডেল পরিবর্তনে বাধ্য করছে, যা তারা ‘অযৌক্তিক’ হিসেবে দেখছে।
এদিকে, মার্কিন রাজনীতিতেও এই বিষয়টি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউর এই ধরনের আইনি পদক্ষেপকে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছেন।
সর্বশেষ খবর
বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর