
যশোর শহরের রেলগেট ও শংকরপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন—রেলগেট কয়লাপট্টি এলাকার আছমা, শংকরপুর জমাদ্দারপাড়ার রফিকুল ইসলাম সাবু, আসিফ, এবং রেলস্টেশন গাড়োয়ানপট্টির ওসমান রোহিত।
অভিযানে অংশ নেওয়া কোতোয়ালি থানার এসআই জয়ন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি দল একযোগে অভিযান চালায়। আছমার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে, শংকরপুর গোলাম প্যাটেল স্কুলের সামনে অভিযান চালিয়ে বাকি তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বিদেশি মদের খালি বোতল উদ্ধার করা হয়।
অভিযানে কোতোয়ালি থানার এসআই দেবাশীষ সহ সেনাবাহিনীর একাধিক সদস্য অংশগ্রহণ করেন। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর