
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের অধ্যাপক এবং ল্যাবরেটরি অব ন্যানো বায়ো অ্যান্ড অ্যাডভান্সড ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং (NAME Lab)-এর প্রধান গবেষক ড. জাভেদ হোসেন খান এবং যুক্তরাষ্ট্রভিত্তিক জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোলা বায়ো (Kulabio)-র মধ্যে একটি প্রযুক্তি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল ২০২৫), যবিপ্রবি'র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ন্যানো সারের উদ্ভাবক ড. জাভেদ হোসেন খান এবং কোলা বায়োর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট (ইনোভেশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং) ড. ফ্রেডেরিক কেন্ডিরগি।
চুক্তির আওতায়, কোলা বায়ো যবিপ্রবি'র NAME Lab থেকে উদ্ভাবিত ন্যানো সারের প্রযুক্তি গ্রহণ করবে, এবং এর পরিবর্তে তারা নিজেদের জৈব সার প্রযুক্তিও ল্যাবটির সঙ্গে ভাগাভাগি করবে। দুই প্রতিষ্ঠানের মধ্যে আগামী পাঁচ বছর যৌথভাবে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালানো হবে।
এ প্রসঙ্গে ড. জাভেদ হোসেন খান বলেন, “আমরা যুক্তরাষ্ট্রের কোলা বায়োর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছি। তারা আমাদের উদ্ভাবিত ন্যানো সারের প্রযুক্তি গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের জৈব প্রযুক্তি আমাদের সঙ্গে ভাগ করতে চায়। আমি সম্প্রতি বোস্টনে কোলা বায়োর কারখানা পরিদর্শন করেছি এবং প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ড. হ্যারিসন ইউন-এর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছি। তারা দ্রুতই আমাদের ল্যাবরেটরি পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন।”
তিনি আরও জানান, সাত বছরের প্রচেষ্টায় উদ্ভাবিত ন্যানো ইউরিয়া বর্তমানে ব্যবহৃত প্রতি ৪২০০ টাকার ইউরিয়া সারের বিকল্প হিসেবে ব্যবহার করলে মাত্র ২৩০ টাকায় কার্যকর হবে, যা কৃষিতে বিপ্লব ঘটাতে পারে। ইতোমধ্যে এই উদ্ভাবনের ফলাফল যুক্তরাষ্ট্রের একাধিক গবেষণা জার্নালে প্রকাশিত হয়েছে।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর