
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ এবং সহ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তাঁদের পদত্যাগপত্র গৃহীত হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই একটি সার্চ কমিটি গঠন করে উক্ত দুই পদে নতুন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দুই শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাকে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা টানা ৫৮ ঘণ্টা অনশন পালন করেন। তাঁদের দাবি পূরণ হওয়ায় বৃহস্পতিবার আন্দোলনকারীরা অনশন প্রত্যাহার করেন।
সর্বশেষ খবর