
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী। এই ঘটনায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, "ছেলের চোখের সামনেই ওর বাবাকে গুলি করে মারা হয়েছে। হিন্দু বলেই ওকে খুন করা হয়েছে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে! গাজাকে যেমন ইসরায়েল শেষ করেছে, আমরাও ওদের শেষ করব। নাম-নিশান মুছে দেব।"
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিতান অধিকারীর মরদেহ কলকাতায় পৌঁছালে তার পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিতানের স্ত্রী সোহিনী অধিকারী কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, "ছেলের চোখের সামনেই ওর বাবাকে মেরেছে।" এই মর্মান্তিক ঘটনার পর শুভেন্দু অধিকারী নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
জানা গেছে, বিতান অধিকারী কর্মসূত্রে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকতেন। ছুটিতে দেশে ফিরে স্ত্রী ও আড়াই বছরের ছেলেকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। তাদের বৃহস্পতিবার বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু তার আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এই হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
সর্বশেষ খবর