
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক দম্পতি। এতে ঘটনাস্থলে স্ত্রী মারা যান এবং স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকায় আব্দুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার (২৭)। তিনি একই গ্রামের আব্দুর রহীমের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ফাতেমা ও রাজমিস্ত্রী আব্দুর রহীমের (৩৩)। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয়ে কলহ চলছিল। বুধবার বিকেলে এক পর্যায়ে পারিবারিক ঝগড়ার পর শ্বশুরবাড়িতে বিষপান করেন ফাতেমা। কিছুক্ষণ পরেই তার স্বামী রহীমও বিষপান করেন।
বাড়ির লোকজন সন্ধ্যা ৭টার দিকে তাদের উদ্ধার করে সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে রহীমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ফাতেমার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত বিষপান বলেই মনে হচ্ছে। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।”
সর্বশেষ খবর