
নাটোরের সিংড়া উপজেলায় ইসরাফিল (২৫) নামে এক যুবকের দুই হাত কবজি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই ইসমাইলের বিরুদ্ধে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার হাতিয়ানদহ এলাকায়।
আহত ইসরাফিল হাতিয়ানদহ গ্রামের তাইজুল ইসলামের ছেলে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সকালে হঠাৎ ইসরাফিলের আর্তচিৎকার শুনে তারা ছুটে আসেন এবং রাস্তার ধারে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার দুই হাত তখন কবজি থেকে বিচ্ছিন্ন ছিল। তারা অভিযোগ করেন, ইসরাফিলের আপন বড় ভাই ইসমাইল ধারালো অস্ত্র দিয়ে এ নৃশংস হামলা চালান।
জানা গেছে, ইসরাফিল ও ইসমাইল রাজমিস্ত্রির কাজ করেন। তাদের পৈতৃক বাড়ি চাঁপাইনবাবগঞ্জে হলেও অনেক বছর আগে পরিবারসহ হাতিয়ানদহ এলাকায় বসবাস শুরু করেন তারা। স্থানীয় সূত্রগুলো জানায়, ইসরাফিলের স্ত্রীকে নিয়ে ইসমাইলের সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন ইসরাফিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রায়ই ঝামেলা ও হাতাহাতি হতো।
আহতের বাবা তাইজুল ইসলাম জানান, “দুই ভাইয়ের মধ্যে মাঝে মাঝে ঝামেলা হতো। আমি মীমাংসা করে দিতাম। তবে ঠিক কী নিয়ে ঝামেলা হতো, তা বলতে পারছি না।”
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, “সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর