
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি জব্দ এবং দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. নাহিদ হোসেনের নেতৃত্বে যৌথ বাহিনী এ অভিযান চালায়। অভিযানের সময় বাগদা, গলদা ও হরিণা প্রজাতির আনুমানিক ২১০ কেজি চিংড়িতে জেলি পুশ করার প্রক্রিয়ায় ব্যবহৃত সিরিঞ্জ, ওষুধসহ বিভিন্ন আলামত উদ্ধারসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের কাওছার মোড়লের ছেলে আতাউর মোড়ল এবং একই এলাকার শওকাত মোল্লার মেয়ে ছামিয়া বেগম।
পরে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল রিফাতের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের নির্দেশে জব্দকৃত পুশ করা চিংড়িগুলো কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভালো অবস্থায় থাকা কিছু মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, “পুশ করা চিংড়ি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এসব মাছ বিনষ্ট এবং ভালো মাছ আশপাশের এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযুক্ত আতাউর মোড়লকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর