
সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং প্রতিবেদকের বিরুদ্ধে দায়ের করা ভিত্তিহীন মামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে আমার দেশ পাঠক ফোরাম।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় মানিকগঞ্জ প্রেসক্লাব সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমার দেশের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আকরাম হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মানিগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটির উপদেষ্টা ও সাবেক সভাপতি গোলাম সরোয়ার ছানু, আহবার কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাভলু, কাবুল উদ্দিন খান,
জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিএম খোরশেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, সামাজিক সংগঠন দিশারী সভাপতি হাসান শিকদারসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন নির্যাতিত ও আপসহীন সাংবাদিক, যিনি ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় বরাবরই সক্রিয়। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। বিগত সরকারের সময়ে দেশের একটি বড় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ হাজার কোটি টাকা বিদেশে পাচার করলেও বিষয়টি আড়ালে ছিল। তবে সরকার পরিবর্তনের পর আমার দেশ পত্রিকায় এসব দুর্নীতির খবর প্রকাশিত হলে সংশ্লিষ্ট গোষ্ঠী আতঙ্কিত হয়ে উঠে এবং সাংবাদিকদের হয়রানির চেষ্টা শুরু করে। সংবাদ প্রকাশের জেরে মামলা একটা নেককারজনক ঘটনা।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর