
আওয়ামী স্বৈরাচারের দোসর ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ এর মজলুম সম্পাদক ও প্রকাশক জনাব মাহমুদুর রহমান ও পত্রিকার অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বরগুনায় মানববন্ধন
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে বরগুনা পৌর মার্কেট চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ‘আমার দেশ পাঠকমেলা, বরগুনা জেলা শাখা’। কর্মসূচিতে বরগুনায় কর্মরত সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলো বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম হায়দার স্বপন ও সভাপতি গোলাম কিবরিয়া, আমতলী প্রেসক্লাবে সভাপতি রেজাউল করিম,
সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও জি টিভির বরগুনা প্রতিনিধি সানাউল্লাহ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের বরগুনা প্রতিনিধি আরিফুর ইসলাম ফসল,প্রতিদিনের বাংলাদেশের বরগুনা প্রতিবেদক রাসেল মাহমুদ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন সাহসী ও আপসহীন সাংবাদিক, যিনি বরাবরই ক্ষমতাসীনদের দুর্নীতি, অনিয়ম এবং সাম্রাজ্যবাদী চাপের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে বলেই তারা মনে করেন।
বক্তারা আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মেঘনা গ্রুপের বিরুদ্ধে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের যে অভিযোগ ছিল তা আমার দেশ পত্রিকায় উঠে আসে। এসব প্রতিবেদন প্রকাশের পরই মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ভারতের কূটনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
প্রতিবাদকারীরা বলেন, এই মামলা শুধু একজন সাংবাদিকের বিরুদ্ধে নয়, বরং এটি মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি আঘাত। তারা অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, মাহমুদুর রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমে সাহসী লেখনী ও সম্পাদকীয় দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। নানা সময়ে তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর