
বগুড়ার শেরপুর থানার পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ আতিকুল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে বনমরিচা গ্রামের মৃত আবু সাঈদ এর ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদরে ভিত্তিতে শেরপুর থানার এসআই (নিঃ) সাঈফ আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সে সহায়তায় গত ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের মাগুরার তাইড় (খোকশাগাড়ী) গ্রামে সালামের বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ধারে পুকুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট হতে ২৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ২৫০ গ্রাম।
আটকের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ জানান, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, অভিযুক্ত আতিকুল ইসলামের বিরুদ্ধে পূর্বে দায়ের করা মামলার।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর