
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দীনের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ ওঠায় তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা, যা ক্যাম্পাসের কাঁঠালতলা ও সায়েন্স ফ্যাকাল্টি হয়ে উপাচার্য ভবনের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা রেজিস্ট্রার গিয়াস উদ্দীনের কুশপুত্তলিকা দাহ করেন এবং নানা স্লোগান দেন, যার মধ্যে ছিল— ‘জালো রে জালো আগুন জালো’, ‘রেজিস্ট্রেশন নো মোর’, ‘রেজি তুই গদি ছাড়’, প্রভৃতি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা অভিযোগ করেন, “রেজিস্ট্রার গিয়াস শিক্ষার্থীদের সঙ্গে বারবার দুর্ব্যবহার করছেন। তিনি ক্লাস থেকে এসেছিলেন, তাকে আবার ক্লাসে ফিরে যেতে হবে। প্রশাসনে এ ধরনের বদমেজাজি ও স্বৈরাচারী ব্যক্তিকে আমরা চাই না।”
বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কিশোয়ার সাম্য বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে রেজিস্ট্রার বলেন—‘বের হয়ে যাও, নিরাপত্তার দায়িত্ব আমার না’। এই ভাষা একজন শিক্ষক ব্যবহার করতে পারেন না। তার এই আচরণ উপনিবেশিক মানসিকতার পরিচয় বহন করে।”
ভুক্তভোগী শিক্ষার্থী ও ছাত্রফ্রন্ট সভাপতি ইভান তাহসীব বলেন, “সম্প্রতি সাইকেল চুরির ঘটনার বিষয়ে অভিযোগ জানাতে গিয়ে রেজিস্ট্রারের কাছে দায়িত্বহীন মন্তব্য শুনতে হয়। তিনি বলেন, ‘নিরাপত্তার দায়িত্ব তার নয়’। আমরা এর প্রতিবাদ জানাই এবং জবাবদিহিতা চাই।”
ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাকিব বলেন, “২৪ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রারকে অপসারণ করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একজন অযোগ্য ব্যক্তিকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রাখা হলে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয়।”
বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আমি বিষয়টি শুনেছি। অভিযোগকারী শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের এবং আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নেব।”
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল শহীদ সাজিদ একাডেমিক ভবনের গ্যারেজ থেকে একাধিক সাইকেল চুরির ঘটনায় অভিযোগ করতে গেলে রেজিস্ট্রার কর্তৃক হেনস্তার শিকার হন ইভান তাহসীবসহ কয়েকজন শিক্ষার্থী।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর