
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনী গ্যাজেট প্রকাশ ও দায়িত্ব গ্রহণ সংক্রান্ত বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি বলেন, “আদালতের আদেশ অনুযায়ী রায়ের কপি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে গ্যাজেট প্রকাশ করতে হয়। নির্বাচন কমিশন এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। সবকিছু আইনি প্রক্রিয়া মেনে চলছি।”
গ্যাজেট প্রকাশ হলে মেয়র হিসেবে কতদিন দায়িত্ব পালন করতে পারবেন—এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, “গ্যাজেট প্রকাশ হলে আইনজীবী প্যানেলের সঙ্গে বসে বিষয়টি পরিষ্কারভাবে বলতে পারব।”
তিনি আরও অভিযোগ করেন, “আমি মামলা করেছিলাম আগেই। এটা এমন নয় যে, হঠাৎ করে আদালত রায় দিয়ে দিয়েছে। তাপস ছিলেন মেয়র, তিনি বারবার প্রভাব খাটিয়ে রায়কে প্রলম্বিত করেছেন।”
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হয়। ফলাফলে তাপস পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।
ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ইশরাক ২০২০ সালের ৩ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে গত ২৭ মার্চ আদালত শেখ ফজলে নূর তাপসের জয় বাতিল করে ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন।
এখন গ্যাজেট প্রকাশের অপেক্ষায় আছেন বলে জানান ইশরাক হোসেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর