
বরগুনা ২৫০ শস্যা জেনারেল হাসপাতালে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিভিন্ন জেলা উপজেলা থেকে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে।
বর্তমানে ৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পুরুষ ১৯জন, মহিলা ১৬ জন, শিশু ১০জন, রয়েছে। গত ২৪ ঘন্টায় ১০জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
এমনটি জানিয়েছেন হাসপাতালের কর্তৃপক্ষ। ডেঙ্গু ওয়ার্ডে পর্যাপ্ত বেড না থাকায় রোগীদের স্থান হয়েছে হাসপাতালের মেঝেতে। ডাক্তার, ঔষধ ও নার্সদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা, এমন অভিযোগ করছেন রোগীর সজনরা।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ.কে.এম নজমুল আহসান বলেন, ডেঙ্গু রোগীদের পর্যাপ্ত পরিমাণ কিট রয়েছে। স্যালাইনের কিছু সংকট দেখা দিতে পারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি। হাসপাতালে ডাক্তারের সংকট রয়েছে। বর্তমানে ৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলছে।
গত ২৪ ঘন্টায় দশজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই মুহূর্তে জনসাধারণের সচেতন থাকা খুবই দরকার।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর