
তীব্র রোদ-গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার মানুষ। সকাল থেকে থাকছে প্রখর রোদের তাপ। কয়েকদিন ধরে দেশের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি থাকছে চুয়াডাঙ্গার তাপমাত্রা।
সকাল ১০টা বাজতে না বাজতেই ঝাঝালো রোদে ঘরের বাইরে থাকা দুষ্কর হয়ে পড়ছে। রিকশা ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগে পড়তে হচ্ছে বেশি।
গত মঙ্গল ও বুধবার চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আজ বৃহস্পতিবারও সকাল থেকে তীব্র রোদের তাপ। বেলা ৩ টায় জেলার সর্বোচ্চ তামমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.০২ ডিগ্রি সেলসিয়াস। বেলা যত বাড়ছে গরমও তত বাড়ছে। রোদ-গরমের কারণে অনেককে গাছের নিচে কিংবা রাস্তার পাশের কোনো স্থাপনায় বিশ্রাম নিতে দেখা গেছে।
চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে বসে বিশ্রাম নিচ্ছিলেন সদর উপজেলার বেলগাছি গ্রামের আজিজ হোসেন। তিনি বলেন, বাজার করতে বাজারে এসেছিলাম। হাপিয়ে উঠেছি। আজ খুবই গরম। সহ্য করা যাচ্ছে না। তাই এখানে বসে বিশ্রাম নিচ্ছি। চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের ভ্যান চালক ইদ্রিস আলী শহীদ হাসান চত্বরে যাত্রীর অপেক্ষায় ছিলেন।
তিনি বলেন, রোদের কারণে খোলা ভ্যানে কেউ উঠতে চাচ্ছেন না। যাত্রী পাচ্ছি না। উপার্জন কমে গেছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, চলমান অবস্থা অব্যাহত থাকতে পারে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর