
খাগড়াছড়ির রামগড় পৌরসভার নজিরটিলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, উপজেলার নজিরটিলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মো. শামসু ও বাবুল মিয়া নামের দুই ব্যক্তিকে পৃথক দুটি মামলায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকার কথাও জানিয়েছেন তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর