
জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ সোহেল মিয়া (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের শশারবল গ্রামে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী সোহেল মিয়া ডোয়াইল ইউনিয়নের শষারবল গ্রামের জালাল উদ্দিন এর ছেলে বলে জানা গেছে।
যৌথ অভিযানে সোহেল মিয়ার দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে যৌথ বাহিনী। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার বাড়ির আঙ্গিনায় খড়ের গাঁদায় রাখা ১৮ কেজি গাঁজা, ৪ হাজার ১১০ টাকা, দুটি মোবাইল ফোন, গাঁজা পরিমাপের যন্ত্র এবং ধারালো দেশীয় অস্ত্র ও গাজা সেবনের কলকি উদ্ধার করা হয়। এ অভিযানে ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত নেতৃত্ব দেন। এ ব্যাপারে তিনি বলেন, “সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক ও সন্ত্রাস বিরোধী লড়াইয়ে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া জানান, “মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৮ কেজি গাঁজাসহ সোহেল নামের এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, ইয়াবা ও অন্যান্য মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।”মাদক সংক্রান্ত তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানান তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর