
ভোলার চরফ্যাসনে বিদ্যুৎস্পর্শ থেকে প্রতিবেশী নাহিদ নামের ১০ বছর বয়সী এক শিশুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ হারালেন আবদুল জালিল (৫৫) নামের এক বৃদ্ধ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নিহত জলিলের অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেশীরা তাৎক্ষণিক আহত শিশু নাহিদ ও আবদুল জলিলকে উদ্ধার করে দক্ষিণ আইচা গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বৃদ্ধ আবদুল জলিলকে মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল জলিল ওই গ্রামের মৃত সেকান্দার হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, শিশু নাহিদ ও আবদুল জলিল প্রতিবেশী। একই বাড়িতে বসবাস করেন। বৃহস্পতিবার দুপুরে শিশু নাহিদ বৃদ্ধ জলিলের ব্যাটারিচালিত অটো বোরাক চার্জ দেয়ার গ্যারেজে খেলাধুলা করছিলেন। এসময় অটো চার্জের বিদ্যুৎ সংযোগ লাইন থেকে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন শিশুটি।
এসময় অটো চালক বৃদ্ধ আবদুল জলিল বিদ্যুতের সংস্পর্শ থেকে শিশুটিকে রক্ষা করতে গেলে তিনি বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। পরে স্বজন ও প্রতিবেশীরা দুজনকে উদ্ধার করে দক্ষিন আইচা গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বৃদ্ধ আবদুল জলিলকে মৃতু ঘোষনা করেন। অপর আহত শিশু নাহিদকে হাসপাতালে ভর্তি করেছেন।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ নিহত ওই বৃদ্ধ আবদুল জলিলের সুরাতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর