
রাজধানীর মিরপুর ১১ নম্বরের এভিনিউ-৫ এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গুদামে থাকা মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট এলাকা সতর্কভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সর্বশেষ খবর