
বন্দুক হামলায় ২৬ জনের প্রাণাহানি নিয়ে উত্তেজনার মধ্যেই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনা সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন বলছে, পাকিস্তানি সেনারা ভারতীয় বাহিনীর নিরাপত্তা চৌকিতে গুলি ছোড়ার পর ভারতের সেনাবাহিনী এর জবাব দিয়েছে। সামরিক সূত্র এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে।
ভারতের নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে ‘কার্যকরভাবে জবাব দিয়েছে’ জানিয়ে এনডিটিভি লিখেছে, এতে কেউ হতাহত হননি। সূত্র জানিয়েছে, পাকিস্তানের বাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু জায়গায় ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে।
এরআগে গত ২২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত। অভিযোগ অস্বীকার করে কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। দু দেশে এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে পাল্টাপাল্টি। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট।
হিন্দুস্তান টাইমস জানায়, পেহেলগামে হামলার ব্যাপক অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে বুধবার সকালে সন্ত্রাসীরা উরিতে অনুপ্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই অনুপ্রবেশকারী নিহত হয়েছেন। এ ছাড়া বৃহস্পতিবার উধমপুর জেলায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন এক সেনা সদস্য।
রার/সা.এ
সর্বশেষ খবর