
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা নেতৃত্বের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা দায়সারা ঘোচের কথা বলেছে। পারভেজ হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার করায় সাধারণ শিক্ষার্থীদের আস্থার সংকট দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ময়মনসিংহের ভালুকায় নিহত পারভেজের বাড়িতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় ছাত্রদল সভাপতি যে কোনো ঘটনায় তাদেরকে সঠিত তথ্য প্রদান এবং যে কোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এছাড়া সঠিক তদন্তের মাধ্যমে পারভেজের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়, তারা সে ভূমিকা পালন করবে বলে তিনি বিশ্বাস করেন।
এর আগে বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে পৌঁছেই নিহত পারভেজের কবর জিয়ারত করেন ছাত্রদল সভাপতি। পরে পারভেজের বাবা ও মায়ের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় ছাত্রদল সভাপতিকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নিহত পারভেজের পরিবারের সদস্যরা।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর