
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলতি ২০২৪-২৫ অর্থবছরে কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির আওতায় নেয়া ১৯৩টি প্রকল্পে অনিয়ম রোধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা প্রশাসন।
দীর্ঘদিন পর এসব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। পরিদর্শনকালে ইউএনও প্রকল্প সভাপতিদের কঠোরভাবে সতর্ক করে বলেন, কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যদি অনিয়ম ধরা পড়ে তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠিন হুঁশিয়ারি দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম নিয়মিত বিভিন্ন ইউনিয়নে প্রকল্প পরিদর্শনে যাচ্ছেন। প্রতিদিন বিভিন্ন প্রকল্প ঘুরে কাজের অগ্রগতি ও মান যাচাই করছেন তারা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, “প্রতিটি প্রকল্প নিয়মিত তদারকি করা হচ্ছে। যেন প্রকল্পগুলো বাস্তবায়নে কোনো গাফিলতি বা দুর্নীতি না হয়। প্রকল্প সভাপতিদের আগেই জানিয়ে দেওয়া হয়েছ যদি কোন অনিয়ম হয়, তাহলে সেই প্রকল্পের অর্থ দেয়া হবে না।”
প্রকল্প সভাপতি কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, “এবারের মতো কঠোর তদারকি পূর্বে কখনো দেখেননি। একজন সৎ ও দায়িত্বশীল ইউএনও থাকলে কীভাবে অনিয়ম রোধ সম্ভব, তা এবার তারা প্রত্যক্ষ করছেন। ইউএনও স্যার যোগদানের পর থেকেই বুঝতে পেরেছি, কোনোভাবে অনিয়ম করার সুযোগ নেই। তার উপস্থিতি ও নজরদারির কারণে আমাদের ভেতরে একটি ভয় কাজ করে, তাই সবাই চেষ্টা করছি নিয়ম মেনে কাজ করতে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, সকল প্রকল্প সভাপতির কাছে পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছে যেন কোন প্রকার অনিয়ম না হয়। তারপরও যদি কেউ অনিয়ম করে তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আমি নিয়মিত মাঠে যাচ্ছি এবং প্রকল্পগুলোর কাজ নিজ চোখে দেখেছি।
সবকটিতে ভালো মানের কাজ হচ্ছে। বাকিগুলোর কাজও ভালো হবে বলে আশা করছি। আমাদের লক্ষ্য হচ্ছে প্রকল্পের এক টাকাও যেন অপচয় না হয় এবং সবকিছুই জনগণের স্বার্থে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর