
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অপহরণের দুই ঘণ্টার মধ্যেই অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং প্রধান অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাৎক্ষণিক ও কার্যকর এই অভিযানে এলাকাজুড়ে স্বস্তি ফিরেছে।
থানায় দায়েরকৃত এজহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী তার খালাতো ভাই ইমন মিয়াকে নিয়ে অটোরিকশাযোগে ঈশ্বরগঞ্জ বাজারে কেনাকাটার উদ্দেশ্যে রওনা হয়।
তারা ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে নামার সঙ্গে সঙ্গেই চরশিহারী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রাসেল মিয়া (৩১) তাদের গতিরোধ করে। এসময় রাসেল মিয়া ইমনকে ভয়ভীতি দেখিয়ে তার খালাতো বোনকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পর ইমন দ্রুত পরিবারকে জানালে, অপহৃত শিক্ষার্থীর মা ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমানের নির্দেশনায় পুলিশ অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার লক্ষিগঞ্জ নামক স্থানে মাহিয়া এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে থেকে অপহরণকারী রাসেল মিয়াকে গ্রেফতার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই আমরা অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
প্রধান আসামি রাসেল মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। নারী ও শিশুদের নিরাপত্তায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর