
সম্প্রতি রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের ব্যয়ভার নির্বাহের টাকা কোথা থেকে আসে, এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। সম্প্রতি এনসিপির নেতাদের গাড়িবহর নিয়ে শোডাউন ও আয়ের উৎস নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রশ্ন তুলেছেন, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টাকা কোথা থেকে?
সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।তিনি বলেন, যথাযথ প্রক্রিয়ায় অডিটের মধ্য দিয়ে দাতাদের নাম এবং তাদের সহায়তার অর্থের পরিমাণসহ আয়-ব্যয়ের প্রতিটি খাত আমরা উল্লেখ করব। এতটুকু বলতে পারি এখন পর্যন্ত সদস্যদের চাঁদা এবং শুভার্থীদের সহায়তায় দলের আর্থিক প্রয়োজন মেটানো হচ্ছে।
তিনি আরো বলেন, এটা স্পষ্ট করে বলছি যে কোনোভাবেই পতিত স্বৈরাচারের দোসর বা তাদের কোনো অংশের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের ক্ষেত্র যাতে প্রস্তুত না হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যেসব অভিযোগের কথা বলা হচ্ছে সেগুলো এখনো অভিযোগ হিসাবেই সীমাবদ্ধ।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর