
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে লিচু গাছে মশারি দিয়ে ঢাকতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার পাটনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সুসেন রায়। তিনি পাটনা গ্রামের বাবু রায়ের ছেলে। তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সুসেন রায় গতকাল শুক্রবার দুপুরে বাড়িতে নিজেদের লিচু গাছে উঠে মশারি দিয়ে গাছ ঢাকছিলেন। এসময় গাছের একটি ডাল ভেঙে মাটিতে থাকা ইটের ওপর পড়ে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে স্বজনরা তাঁকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর