
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় পাজেরোর ধাক্কায় আজিজ (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। তিনি কালিয়াকৈর মদিনা বেকারিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজ সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগামী পাজেরো গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে উঠে পড়ে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত চালককে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে।
নাওজোর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন হোসাইন জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর