
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর স্টিল ব্রিজের নিচ থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (২৬ এপ্রিল) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের নাম জেসমিন আক্তার (২৮)। তার পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত জেসমিন আক্তার কাশিপুর এলাকায় মায়ের সঙ্গে থাকতেন। চার বছর আগে তার বিয়ে হয় এবং তার দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে। তিনি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত ২১ এপ্রিল সকালে অফিসে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। বহু খোঁজাখুঁজির পর শুক্রবার তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা দাবি করছেন, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
বরিশাল বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত বলা যাবে। পরিবারের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কেউ দায়ী থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।’
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর