
বগুড়ার শেরপুরে উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামে এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছে একটি ১৫ দিনের বাছুর।
সাধারণত এই বয়সে বাছুরের দুধ দেওয়ার কথা না থাকলেও, এই বাছুরটি প্রতিদিন আধা লিটার করে দুধ দিচ্ছে—যা দেখে অবাক হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে খবর ছড়িয়ে পড়ার পর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করছেন বাছুরটি দেখতে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েরখালী পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের একটি গাভী ১৫ দিন আগে একটি বাছুর প্রসব করে। কয়েকদিন পর থেকেই বাছুরটির ওলান বড় হতে থাকে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল থেকে বাছুরটি দুধ দিতে শুরু করে। সকালে ও বিকেলে মিলিয়ে প্রতিদিন প্রায় আধা লিটার দুধ দিচ্ছে সে।
গরুর মালিক হাবিবুর রহমান জানান, “প্রায় দুই মাস আগে স্থানীয় হাট থেকে গাভীটি কিনে আনি। কিনে আনার দেড় মাস পর গাভীটি বাচ্চা দেয়। এরপর এমন অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে।”
এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। আশপাশের গ্রাম থেকে বহু মানুষ ছুটে আসেন বাছুরটি দেখতে। বাছুর দেখতে আসা রাজু, নুর হোসেন, মামুনুর রশিদসহ অনেকেই বলেন, “আমরা কখনো শুনিনি ১৫ দিনের বাছুর দুধ দেয়। এটা একটা বিস্ময়কর ঘটনা, যা আজ চোখের সামনে দেখে বিস্মিত হলাম।”
এ বিষয়ে শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিয়াজ মো. কাযমীর রহমান বলেন, “বিষয়টি অস্বাভাবিক এবং বিরল। সাধারণত এ বয়সে বাছুরের দুধ দেওয়া সম্ভব নয়। এটি হরমোনজনিত সমস্যা কিংবা জিনগত ত্রুটির কারণে হয়ে থাকতে পারে।”
বাছুরটির বিষয়টি ইতোমধ্যে এলাকার কৌতূহল উদ্রেক করেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর