
কুমিল্লায় একই রশিতে মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার কারণে থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় নবিয়াবাদ গ্রাম থেকে মা-ছেলের লাশ উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। তবে স্থানীয়দের অভিযোগ- তাদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতরা হলো নবিয়াবাদ গ্রামের প্রবাসী আ. মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) ও তার ছেলে আব্দুল্লাহ (৩)। পুলিশ নিহতদের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
নিহত প্রবাসী স্ত্রী রাবেয়ার পিতা ইদ্রিস মিয়া বলেন, আমার মেয়ের পা দুটো মাটিতে লাগে আছে। ফাঁসির চিত্র দেখে স্পষ্ট যে মা-ছেলেকে হত্যা করে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য রশিতে ঝুলিয়ে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি। স্থানীয় একটি সূত্র জানায়, রাবেয়ার স্বামী সৌদি আরব থাকেন। বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির সঙ্গে রাবেয়ার সম্পর্ক ভালোই ছিল।
বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, সকালে মা ও ছেলেকে বসতঘরের আড়ার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে- এটা হত্যা না আত্মহত্যা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর