
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দুই শিশুকন্যা পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দু’জন হলো- ওই গ্রামের আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১১), জাহিরুল ইসলামের মেয়ে জান্নাতুন( ৯)।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরবেলা ওই দুই শিশুসহ ৮/৯ জন বাড়ির কাছে খলিলের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। শিশু দুটি সাঁতার জানত না। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মৃত তাজরিন উপজেলার বহরমপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ও জান্নাতুন কিসমত ভৈষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'স্থানীয়ভাবে জানা গেছে, নিহত শিশুরা সাঁতার জানত না। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর