
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনে উপজেলা যুবদলের সভাপতি হলেন মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান। শনিবার নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
বিকাল পাঁচ টায় স্থানীয় স্টেডিয়াম মাঠে বুথের মাধ্যমে গোপন ব্যালটে সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়। এতে সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম ৩৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলাম দুলু পেয়েছেন ২৩ ভোট। এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসানুর রহমান ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনছারুল ইসলাম পান ১৭ ভোট।
এর আগে মনোনয়ন প্রত্যাহারের দিন সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মাহমুদুল হক টিপু, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান ও সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন বিলু।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন ব্যালট পেপারের মাধ্যমে সুষ্ঠভাবে ভোট প্রদান করেছে ভোটাররা। ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর