
বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদী থেকে শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মতে, নদীর তীরে ভেসে আসা এই মরদেহের অবস্থা ছিল অত্যন্ত রহস্যময় এবং উদ্বেগজনক।
স্থানীয় জেলেরা জানান, তারা মাছ ধরার জন্য নদীতে যাচ্ছিলেন। হঠাৎ নদীর তীরে এক বিবস্ত্র, অর্ধগলিত নারীর মরদেহ দেখতে পান। অবস্থা দেখে তারা দ্রুত পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং বিষয়টি তদন্ত করার জন্য ময়নাতদন্তের উদ্দেশ্যে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, "ঘটনাস্থলে ওসি তদন্ত এর নেতৃত্বে তালতলী থানা পুলিশের একটি টিম ও নৌ পুলিশ ওসির নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ৩৫-৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে। তালতলী থানায় নিয়ে আসে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তবে এখনও তদন্ত শুরু করা হয়নি এবং মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে।"
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় সবার মুখে একটাই প্রশ্ন-কে ছিলেন এই নারী এবং কীভাবে তার মৃত্যু হলো? পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, রহস্য উদ্ঘাটনে তারা কাজ করছে এবং পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করবে। তদন্তের অপেক্ষায়:
পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে, তবে এখন পর্যন্ত তদন্ত শুরু হয়নি। রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে উত্তেজনা এবং কৌতূহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। মরদেহের পরিচয় শনাক্ত করা গেলে বিষয়টির প্রকৃত তথ্য সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর