
টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিকতায় মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মির্জাপুর এর উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীরা অংশ নেন।
শনিবার (২৬ এপ্রিল) প্রেসক্লাব মির্জাপুর মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক ন য়া দি গ ন্তের বিশেষ প্রতিনিধি সৈয়দ শামছুজ্জামান নিপু ও কর্মশালার সমন্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও জার্মান নিউজ এজেন্সি ডিপিএ বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু।
প্রশিক্ষণ শেষে প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ ২০জন সাংবাদিকের মাঝে সনদপত্র তুলে দেন প্রশিক্ষকরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর