
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন তারেক বলেন, বাংলাদেশ স্বাধীন হোক শেখ মুজিব সেটা যাননি, তাই তিনি শুধু বক্তব্য দিয়ে মানুষকে রাস্তায় নামিয়ে এদেশের মানুষকে বিপদ ও মৃত্যুর মুখে ধাবিত করে রাতের অন্ধকারে পালিয়ে গেছেন। তাই বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবের নাম সারা জীবন বিশ্বাসঘাতকের খাতায় লিপিবদ্ধ থাকবে। দেশের ক্রান্তিলগ্নে এ সময় বাংলাদেশের হাল ধরেন শহীদ জিয়াউর রহমান। তিনি জীবনের মায়া ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।
তার কণ্ঠে, আমি মেজর জিয়া বলছি শুনে বাংলাদেশের মানুষ উজ্জ্বলিত হয়, তিনি নিজেই যুদ্ধের মাঠে যুদ্ধ করে দেশকে পূর্ণ স্বাধীনতা এনে দেন। বাংলাদেশের ইতিহাসে যত ঐতিহাসিক অর্জন তা জিয়া পরিবারের হাত ধরেই এসেছে। তিনি শনিবার বেলা সাড়ে তিন টায় কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে উপজেলা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক জিয়ার ৩১ দফা বাংলাদেশকে নতুন বাংলাদেশে রূপ দিবে। আগামী দিনে কঠিন পরীক্ষা আছে, সে পরীক্ষায় আমাদের পাস করতে হবে। দীর্ঘ ১৭ বছর যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে দলের সাথে আছে তাদের মূল্যায়ন করা হবে।
বেল্লাল হোসেন তারেক বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ দেশে ব্যাংক ডাকাতি, মা বোনের ইজ্জত লুণ্ঠন, জাতীয় অর্থনীতি ধ্বংসসহ দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। তখনও শহীদ জিয়াউর রহমান দলের হাল ধরে দেশকে বিনির্মাণে অগ্রণী ভূমিকা রেখেছেন। বর্তমানে তারেক জিয়া আমাদের নতুন বাংলাদেশ গঠন করবে।
দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক তারেক আজিজ ও সঞ্চালনা করেন সৈয়দপুর জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু এবং সৈয়দপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের নব নির্বাচিত সভাপতি মাহমুদুল হক টিপু, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুস সালাম ও নজরুল ইসলাম দুলু, বিএনপি নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।
কিশোরগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে বিকালে কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে গোপন ব্যালটের মাধ্যমে সম্মেলনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর