
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০০৩ সালে পৌর শহরের রাধানগরের টিঅ্যান্ডটি-সংলগ্ন নির্মাণাধীন একটি বাড়ি থেকে পানি তোলার মোটর চুরি হয়। মোটরটি দুই হাজার টাকায় বিক্রি হয়।
২২ বছর পর এ ঘটনার অনুশোচনা হয়েছে। মোটর বিক্রির দুই হাজার টাকা মালিককে ফেরত দেওয়া হয়েছে। মালিক টাকা পেয়ে তা মসজিদের উন্নয়নে দান করবেন বলে জানিয়েছেন।
বাড়িটির মালিক মো. ইফরান মোর্শেদ। ঘটনা সম্পর্কে তিনি বলেন, ২০০৩ সালে নতুন বাড়ি করার সময় মোটরটি চুরি হয়। এটি নিয়ে যাওয়ার সময় একটি ছেলে তা দেখে ফেলে। পরে তাকেও এর ভাগ দেওয়া হবে বলে চুপ করিয়ে দেওয়া হয়। মোটর বিক্রির টাকা দু’জনে এক হাজার করে ভাগ করে নেন।
ইফরান মোর্শেদ জানান, শুক্রবার জুমার নামাজের পর সড়ক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও তাঁর (ইফরান) এক বড় ভাইকে ওই ব্যক্তি সব খুলে বলেন। তিনি নিজের অনুশোচনার কথা জানান। এক পর্যায়ে হুজুরের কাছে এর থেকে পরিত্রাণ সম্পর্কে জানতে চান। হুজুর তখন মোটর বিক্রির টাকা মালিককে ফেরত দিতে বলেন। তিনি (ইফরান) প্রথমে মোটর বিক্রির টাকা নিতে চাননি। কিন্তু হুজুরের পরামর্শে তিনি টাকা নেন এবং তা মসজিদে দান করার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘আমি যতটুকু জানি সে এখন আর এ পথে নেই।’
রার/সা.এ
সর্বশেষ খবর