
টাঙ্গাইলের মির্জাপুরে পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে থানা রোডে অবস্থিত তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ‘কথা আছে’ বলে পুলিশ তাকে সঙ্গে নিয়ে যায় বলে জানিয়েছেন তার ছেলে ফরিদ।
তবে বৈষম্যবিরোধী আন্দোলনকালীন ঘটনায় হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক হাবিবুর রহমান। এজাহারনামীয় না হলেও তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ৪ আগস্ট উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।
ওই সংঘর্ষে ছররা গুলির আঘাতে হিমেল (১৫) নামের এক কিশোর আহত ও দৃষ্টিশক্তি হারায়। ৫ আগস্টের পর হিমেলের মা নাসিমা বেগম ১০০ জনের নাম ও অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনের কথা উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর