
কুষ্টিয়ায় জুলাই-আগষ্ট আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতারের ২৪ ঘণ্টায় আদালত থেকে জামিন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুশীল সমাজ ও ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন, জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে কুষ্টিয়া জেলা জর্জ আদালত চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা যুবদল নেতা আল আমিন রানা কানাই, আব্দুল মাজেদ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল হাকিম মাসুদ, সদস্য সচিব উৎপল, ক্লিন কুষ্টিয়া গ্রীন কুষ্টিয়ার আহবায়ক আব্দুল মঈদ বাবুল, সদস্য সচিব জামিরুল ইসলাম জামির সহ নেতাকর্মী।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান গত ২৪শের গনঅভ্যুত্থানে ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর সরাসরি হামলা চালায়। যার ছবি ও ভিডিও ইতিমধ্যে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যথেষ্ট তথ্যপ্রমাণ থাকার পরও ছুটির দিনে আদালত কিভাবে তার জামিন মঞ্জুর করে?
এসময় বক্তারা জেলা প্রশাসকের কাছে প্রশ্ন রেখে বলেন, সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, ২৪শে গনঅভ্যুত্থানে লাঠি হাতে সার্ভেয়ার সরাসরি ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো। তার জামিন ২৪ ঘণ্টায় কিভাবে হয়? ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র সরকারের কোর্ট তাকে জামিন দিয়েছে। তার আদালতে পুনরায় জামিন বাতিল করে সার্ভেয়ার মান্নানকে শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে মরিয়া হয়ে উঠেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। স্বৈরাচারের দোসর কুষ্টিয়ার কুখ্যাত “মান্নান সার্ভেয়ার” গ্রেফতারের ১ দিনের মধ্যে আজ ছুটির দিনে যোগসাজশে জামিনে মুক্ত! আমরা এই অপকর্মের হোতা ও সহযোগীদের বিচার চাই। এছাড়া বিচারের ব্যবস্থা না করলে সুশীল সমাজ ও ছাত্রজনতা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, জুলাই আগস্ট আন্দোলনের ঘটনায় সার্ভেয়ার আব্দুল মান্নানের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের হলেও দীর্ঘ নয় মাস সে ধরাছোঁয়ার বাইরে ছিলো। গত শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে সার্ভেয়ার আব্দুল মান্নানকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ গ্রেফতার করলেও পরের দিন শনিবার (২৬ এপ্রিল) ম্যাজিস্ট্রেট গোপাল চন্দ্র সরকারের কোর্টে আদালত থেকে জামিনে ছাড়া পায় তিনি। যা নিয়ে সোশ্যাল মিডিয়া সহ চায়ের দোকানগুলোতে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর