
ইউসেপ বাংলাদেশ ঢাকা উত্তর অঞ্চলের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রত্যয়: যুব প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধি শীর্ষক প্রকল্পের অধীনে ২১ দিনব্যাপী পেডাগোজি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হযয়েছে।
প্রশিক্ষণে বিভিন্ন জেলা সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টরগণ, ইউসেপ টিভেট ইন্সটিটিউট এর প্রশিক্ষক সহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োজিত প্রায় ২০ জন ইন্সট্রাক্টর অংশ নেন।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব ড. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মো: সাইদুর রহমান খান। অনুষ্ঠানে প্রত্যয় প্রকল্পের প্রগতি উপস্থাপনা করেন সমাজসেবা অধিদফতরের প্রকল্প পরিচালক ও উপ-পরিচালক (প্রশাসন) মো: রবিউল করিম।
প্রধান অতিথি বলেন, ইউসেপ বাংলাদেশের পরিবেশ অত্যন্ত সুসজ্জিত ও মনমুগ্ধকর। এই প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পেরে তিনি গর্বিত। তিনি ভবিষ্যতে আরো বর্ধিত পরিসরে ইউসেপ বাংলাদেশের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. করিম বলেন, ইউসেপ বাংলাদেশ এর পথপরিক্রমায় সরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা এক যুগান্তকারী ভূমিকা পালন করছে। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তথা সদাশয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে সরকারের অন্যান্য মন্ত্রণালয় গুলো ইউসেপের পাশে এসে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর