
শেরপুরের নালিতাবাড়ীতে ৩ গ্রাম হেরোইন ও ১১ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২৭ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার পৃথক অভিযানে উপজেলার শিমুলতলা পল্লী বিদ্যুৎ ও মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
হেরোইনসহ গ্রেপ্তারকৃত হলো- পৌরশহরের গড়কান্দা এলাকার মর্তুজ আলীর পুত্র সামির ইসলাম অয়ন (২০) এবং ভারতীয় মদসহ গ্রেপ্তারকৃত হলো- পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া এলাকার মুর্শেদ আলমের পুত্র কবির হোসেন (১৯)।
থানা পুলিশ সূত্র জানায়, কতিপয় মাদক কারবারিরা মাদক কেনা-বেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলতলা পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ সামির ইসলাম অয়নকে গ্রেপ্তার করা হয়। একই রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় মদসহ কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান চলমান রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর