
খাগড়াছড়িতে অসহায়, হতদরিদ্র, দুস্থ পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রবিবার (২৭ এপ্রিল) সকালে খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করেন ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। এ সময় উপস্থিত ছিলেন রিজিয়নের জিএসও-২ (আই) মেজর মো. মোস্তফা আরেফিন।
সহায়তার অংশ হিসেবে ৯ জন অসচ্ছল রোগীকে চিকিৎসা ব্যয় সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি, জিরো মাইল এলাকার এবাদতখানা মেরামতের জন্য অনুদান এবং কুমিল্লাটিলা আইডিয়াল হাই স্কুলের শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদান করা হয়। এছাড়াও, স্বনির্ভরতার লক্ষ্যে এক হতদরিদ্র নারীকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদানের সময় রিজিয়ন কমান্ডার জানান, ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর