
সিরাজগঞ্জে একদল গরু ডাকাত ধরতে গিয়ে তাদের ট্রাকের চাপায় আহত পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (২৬ এপ্রিল) ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রফিকুল ইসলাম যমুনা সেতু পশ্চিম থানায় কর্মরত ছিল।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে একদল ডাকাত টাঙ্গাইল থেকে গরু লুট করে ট্রাকযোগে ফিরছিল। তারা যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভার ব্রীজ এলাকায় পৌঁছলে থানা পুলিশের একটি টিম তাদের আটকানোর চেষ্টা করে করে।
তিনি আরও বলেন, সময় ডাকাতদের ওই ট্রাকটি কনস্টেবল রফিকুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত রফিকুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে মারা যান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর