
কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে শোভা আক্তার (২০) নামের এক তরুণী মারা গেছেন। তাকে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছেন তার স্বামী। শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মহিলা কলেজ এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত শোভা আক্তারের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার নাথের পেটুয়া গ্রামে। তার বাবার নাম মো. শফিক। আর অভিযুক্ত স্বামী আকবর হোসেনের বাড়িও কুমিল্লায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শোভা আক্তার ও তার স্বামী আকবর হোসেন রাজাপালং ইউনিয়নের ওই ভাড়া বাসায় থাকতেন। তাদের মধ্যে পারিবারিক ঝগড়া লেগেই থাকত। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আকবর হোসেন স্ত্রীকে অচেতন অবস্থায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শোভাকে মৃত ঘোষণা করেন। এরপর আকবর কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে উখিয়া থানার এসআই সাইফুদ্দিন হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়ে শোভা আক্তারের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আরিফ হোসাইন।
এদিকে, তরুণীর মৃত্যুর পর হাসপাতালে লাশ ফেলে স্বামীর পালিয়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে। নেটিজেনরা শোক ও ক্ষোভ প্রকাশ করে লিখছেন, ‘ভালোবাসার মানুষই যখন বিশ্বাসঘাতক হয়, তখন মৃত্যু ছাড়া আর কোথাও শান্তি মেলে না।’ অনেকেই শোভা আক্তারের অকালমৃত্যুকে নির্মমতার চূড়ান্ত উদাহরণ উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। একজন তরুণীর অপূর্ণ স্বপ্ন আর নীরব কান্না যেন ছড়িয়ে পড়েছে অসংখ্য মানুষের হৃদয়ে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর