
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করেছেন এক রোহিঙ্গা নারী।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত নুর কলিমা (২০) ক্যাম্পের এফসিএন-২৭২৫৯৩ নম্বর নিবন্ধিত বাসিন্দা এবং ডি ব্লকের বাসিন্দা বশির আহমদের মেয়ে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে নুর কলিমা রাতে নিজ শেডে বিষপান করেন। পরে আশপাশের রোহিঙ্গারা দরজা ভেঙে তাকে উদ্ধার করে ক্যাম্পের পাশে জিকে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন দে হাসপাতালে গিয়ে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ বলছে, ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর