
টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফজল হক (৫০) নামের এক শ্রমিকদল নেতা নিহতের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বাঁশতৈল ফাঁড়ি ইনচার্জ মোখলেছুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার সখিপুর থানার হাতিবান্ধা পূর্বপাড়া গ্রামের আনোয়ার মিয়ার স্ত্রী রুমেলা (৩৭), একই এলাকার মৃত সিরাজের স্ত্রী গোলবাহার ও গেচুয়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মো. জাফর (৩২)।
এর আগে গত রবিবার উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশী নগর এলাকায় এই হত্যাকাণ্ডÐের ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের স্ত্রী মরিয়ম বেগম ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের নামে মামলা দায়ের করেন।
বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম বলেন, ফজল হক দীর্ঘদিন বাঁশতৈল ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে শ্রমিকদলের সিনিয়র নেতা হিসেবে কাজ করছিলেন। তিনি বাঁশতৈল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হিসেবে প্রস্তাবিত ছিলেন বলেও জানান তিনি।
জমি নিয়ে দুই পক্ষের বিরোধ সম্পর্কে বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ইউ.পি সদস্য আবুল বলেন, নিহত ফজল ও তার ভাতিজা মাসুদ পারভেজদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে এলাকায় সালিশ বৈঠকও হয়েছে। আমরা জানতে পেরেছি প্রায় ৫০ বছর পূর্বে ফজল হকের দাদা তার (ফজল হক) ও মাসুদ পারভেজের দাদির নামে ১১২ শতাংশ জমি লিখে দেন।
কিন্তু ফজল হক বিষয়টি এতোদিন জানতেন না। আর ওই জমির সম্পূর্ণ অংশ এতোদিন মাসুদ পারভেজরা ভোগদখল করছিলেন। সম্প্রতি ওই জমিতে ফজল হক বেড়া দেন। এরপর আজকে মাসুদ পারভেজ লোকজন নিয়ে ওই জমি দখল নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে হামলায় ফজল হক নিহত হয়েছেন বলে শুনেছি।
মির্জাপুর থানা ওসি মো. মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর