
জামালপুরের সরিষাবাড়ীতে যাতায়াতের রাস্তাকে কেন্দ্র করে প্রবাসী’র স্ত্রী-পুত্রকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর এ ঘটনা ঘটেছে। রোববার মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন আহত মর্জিনা বেগম।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর মধ্যেপাড়া গ্রামের মৃত আয়েজ উদ্দিনএর পুত্র রোমান প্রবাসী শামীম মিয়া’র পরিবারকে বাহির বাড়ির ইজমালি রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করেন একই বাড়ির মৃত ইন্তাজ আলী’র পুত্র জামাল বাদশা।
সাংসারিক প্রয়োজনে শনিবার দুপুরে শামীম মিয়ার পরিবার ধান মাড়াই করে এনে বাহির বাড়িতে শুকাতে দেয়। রাস্তা দিয়ে চলাচলের নিষেধ করা এবং ধান আনার জের ধরে তাদের দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও বাঁশের লাঠি নিয়ে হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষ জামাল বাদশার কন্যা এ্যানি আক্তার শামীমের চলমান এসএসসি পরীক্ষার্থী বোরহান উদ্দিনএর গোপনাঙ্গ চেপে ধরে এবং বেধড়ক পিটিয়ে আহত করে।
বোরহানের চিৎকারে তার মা মর্জিনা বেগম (৩৫) এগিয়ে এলে জামাল বাদশা তার স্তনে খামচি দিয়ে রক্তাক্ত জখম করে ও ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ভেঙ্গে দেয়। ছিনিয়ে নেয় স্বর্ণের নাক ফুল। পরে স্থানীয়রা মর্জিনা বেগম (৩৫) ও বোরহান উদ্দিন (১৭) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রোববার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে জামাল বাদশার বিশেষ তদবিরে তাদেরকে হাসপাতাল থেকে বৈষম্য চিকিৎসা দিয়ে বের করে দেয় বলে ভুক্তভোগী মর্জিনা বেগম হাসপাতালের দায়িত্বরতদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর