
‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’এ শ্লোগানকে সামনে নিয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দিবসটি পালন উপলক্ষ্যে জেলা লিগ্যাল এইড কমিটি নড়াইলের আয়োজনে জেলা জজ আদালত চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি নড়াইলের চেয়ারম্যান শারমিন নিগার।
পরে ঐ স্থান থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামান, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) মোহনা আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড তারিকুজ্জামান লিটু, পিপি অ্যাড আব্দুল হক, বিচারক, আইনজীবী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর