
দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাটেও জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে নানা কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায়- জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) বের হয়ে জেলা কালেক্টরেট চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা জজ আদালত গেটের সামনে এসে শেষ হয়।
পরে জেলা জজ আদালত ভবনের নিচতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ মজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মুক্তাদির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মহাইমেনা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জিন্না আল মামুন, সিনিয়র সহকারী জজ জান্নাতুল রাফিন, জেলা জজ কোর্ট আদালতের জিপি অ্যাডভোকেট সালামত আলী, জয়পুরহাট বারের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তরুণ প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর