
সিরাজগঞ্জের সলঙ্গার চৈত্রহাটিতে চাঁদাবাজি, পুকুর দখল ও দেবোত্তর সম্পত্তির পুকুর থেকে মাছ লুটের অপপ্রচার ও মিথ্যা অভিযোগ এনে বিএনপি,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৭ নেতাকে বহিষ্কারের দাবি কারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশ নেতাকর্মীরা। সোমবার বিকেলে সলঙ্গা থানার মাহমুদপুর বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সভায় রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল জলিলের সভাপতিত্বে ও সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলহাজ হোসাইনেরর পরিচালানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গায় সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা যুবদল নেতা ফরিদুল ইসলাম,রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লেবু তালুকদারসহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক তৌহিদুর রহমান বিএনপি,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৭ জন নেতা কর্মীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে তৌহিদুর রহমানসহ তার সাথে জড়িত নেতাকর্মীদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আওয়ামী লীগের সাথে আঁতাত করে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার কারণে দল থেকে বহিষ্কারের দাবি ও জানিয়েছেন।
উল্লেখ্য, রবিবার (২৭ এপ্রিল) সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ বাজারে সংবাদ সম্মেলন করে রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ হোসেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লেবু তালুকদার, সদস্য নান্নু মিয়া ও আল আমিন হোসেন এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক বাকিরুল ইসলামের বিরুদ্ধে ৫ আগস্টের পর থেকে অভিযুক্ত নেতারা দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং পুকুর ও জমি দখল এবং মাছ লুটের মতো নানা কর্মকাণ্ড চালাচ্ছেন বলে তিনি দাবি করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর