
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দোহার গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দোহার গ্রামের নাজির উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (৬৫) এর নিজ বাড়িতে অসুস্থ গরু জবাই করে মাংস প্যাকেটজাত করছিলেন বিক্রির উদ্দেশ্যে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ৮০ কেজি মাংস জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন মো. রাশেদুল ইসলাম। এছাড়াও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায় এবং থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর