
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি, পুকুরিয়া ও ভুতবাড়ি গ্রামসহ আশপাশের এলাকায় সোমবার সকাল থেকে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির একটি মুখপোড়া হনুমান। হনুমানটিকে দেখতে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল ও ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কখনও আমগাছের ডালে লাফিয়ে, কখনও টিনের চালে উঠে হনুমানটি এলাকায় ছুটোছুটি করছে। অনেকেই তাকে কলা, বাদাম, বিস্কুট ও কেকসহ নানা খাবার দিয়ে আপ্যায়নের চেষ্টা করছেন। তবে কেউ কেউ হনুমানটিকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ছেন, এতে প্রাণভয়ে হনুমানটি বারবার আশ্রয় বদলাতে বাধ্য হচ্ছে।
ভান্ডারবাড়ি গ্রামের জাহিদুল ইসলাম বলেন, “হনুমানটি আকস্মিকভাবে এলাকায় আসে। এটি খুবই বড় আকারের এবং ক্ষুধার্ত দেখাচ্ছিল। মানুষের ভিড়ে ভয় পেয়ে কখনও গাছের ডালে, কখনও ঘরের চালে উঠে আশ্রয় নিচ্ছে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন "তীর"–এর সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তারি তাবাসসুম শিথিলা জানান, খাদ্যের অভাবে হনুমানটি দলছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। তিনি প্রাণীটিকে বিরক্ত না করার এবং নিরাপদে তার প্রাকৃতিক আবাসে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, হনুমানটি নিরাপদ খাদ্য ও আশ্রয়ের সন্ধানে ঘুরছে। প্রাণী সংরক্ষণে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে তিনি জানান। স্থানীয় প্রশাসন ও প্রাণীপ্রেমীরা হনুমানটির নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর